uttaraganabhaban

রাণীভবানী স্মৃতিবিজড়িত নাটোর

Ranibhabani mohol

                                

                রাণী ভবানীর স্মৃতি বিজড়িত নাটোর
ঐতিহাসিকদের মতে অষ্টাদশ শতকে নাটোর রাজবংশের উৎপত্তি । রাজা রামজীবন রায় নাটোর রাজবংশের প্রতিষ্ঠাতা । রামজীবনের পূত্রবধূই ছিল ইতিহাস খ্যাত রাণী ভবানী । মৃত্যুর পূর্বে রাজা রামজীবন পুত্র রামকান্তরায়কে রাজা এবং দেওয়ান দয়ারাম রায়কে তার অভিভাবক নিযুক্ত করেন । রামকান্ত রাজা হলেও প্রকৃত পক্ষে সম্পূর্ণ রাজকার্যাদি পরিচালনা করতেন দয়ারাম রায় । তাঁর দক্ষতার কারণে নাটোর রাজবংশের উত্তরোত্তর সমৃদ্ধি ঘটে । ১৭৪৮ সালে রাজা রামকান্তের মৃত্যুর পর রানী ভবানী জমিদারী পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন । নাটোরের ইতিহাসে তিনি জনহিতৈষী মহারাণী হিসাব অভিহিত এবং আজো তাঁর স্মৃতি অম্লান ।