
ইটালিয়ান গার্ডেন


মূল প্রাসাদের দক্ষিন পার্শ্বে অবস্থিত এ সংরক্ষিত বাগানটি একটি সুরক্ষা দেয়াল দ্বারা বেষ্টিত। এখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফুল গাছ ও অন্যান্য গাছ, শ্বেত পাথরের নারী ভাস্কর্য, সুদৃশ্য ফোয়ারা, লোহা ও কাঠের তৈরী ইউরোপিয়ান ধাচের বেঞ্চ, বরশি দিয়ে মাছ ধরছে এমন লোহার নারী ভাস্কর্য, মার্বেল পাথরের আসন সহ ডিম্বাকার পাকা মঞ্চ ও সুদৃশ্য ঘাট। সুদূর ইতালি হতে আনা অপূর্ব সুন্দর চার শ্বেত পাথরের নারী ভাস্কর্য দেখলে যেমন বোঝা যাবে রোমান স্থাপত্যশৈলীর অপরূপ নিদর্শন, তেমনই বরশি হাতে লোহার নারী মূর্তিকে দেখলে মনে হবে ধ্যনস্ত কোন কবি যিনি একনিষ্ঠ চিত্তে বসে আছেন প্রকৃতির সৌন্দর্যকে আবাহন করতে। এছাড়া বাগানের ঘাটে দাড়ালে শীতল হাওয়ায় হয়ত হারিয়ে যাবেন শতবছরের পুরনো ইতিহাসে যেখানে রাজা-রানি বিকেলের আলোয় তাদের সন্তানদের নিয়ে খেলা করছে।
