uttaraganabhaban

দিঘাপতিয়া রাজবাড়ীর আয়তন ও অবস্থান

IMG_0998

দিঘাপতিয়া রাজ প্রাসাদটি নাটোর শহর থেকে তিন কিলোমিটার উত্তরে নাটোর সদর উপজেলাধীন দিঘাপতিয়া ইউনিয়নে অবস্থিত। প্রাসাদটি প্রাচীন প্রাচ্য ও পাশ্চাত্য স্থাপত্যকলার মিশেলে তৈরি এক অপূর্ব নিদর্শন।চতুর্দিকে ১০ ফুট উঁচু সুদৃঢ় সীমানা প্রাচীর বেষ্টিত রাজবাড়িটি ৪১.৫ একর জায়গায় অবস্থিত এবং প্রাচীরের বাহিরে প্রধান ফটকের সামনে রয়েছে আরও ২.৮৯ একর জমি।