uttaraganabhaban

সংগ্রহশালা

এই প্রাসাদটি রাজাদের আমলে ট্রেজারি ভবন হিসেবে ব্যবহার করা হতো। এই প্রাসাদটিতে ছোট-বড় প্রায় ২৪টি রুম আছে।১৮৯৭ সালের ভূমিকম্পে এই প্রাসাদটি ও ধ্বংসস্তূপে পরিণত হয়। এই প্রাসাদটি ও দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় ছিল। ২০১৮ সালের ০৯ ই মার্চ তৎকালীন জেলা প্রশাসকের উদ্যোগে এই প্রাসাদটিতে সংগ্রহশালা করা হয়। যেখানে প্রদর্শিত হচ্ছে রাজাদের ব্যবহার করা আসবাবপত্র, পোশাক, তৈজসপত্র, কাব্যগ্রন্থের পান্ডুলিপি, ডাইরি, রাজার সিংহাসন, রাজার মুকুট ও অন্যান্য দ্রব্যাদি।