uttaraganabhaban

দিঘাপতিয়া রাজার অবদান

IMG_20150716_151416-626x365

এই রাজা দিঘাপতিয়াতে শিক্ষা, স্বাস্থ্য, সমাজ সংস্কার, সাহিত্য ও ইতিহাস সংরক্ষণের জন্য অবিস্মরণীয় অবদান রেখেছেন।
শিক্ষা বিস্তারের জন্য একাধিক স্কুল উক্ত এলাকায় প্রতিষ্ঠা করেছেন।
এই রাজ পরিবার তৎকালীণ সময়ে জনসাধারণের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের জন্য যৌথ উদ্যোগ গ্রহণ করেন। স্থাপন করেন পানির পাম্প।
সমাজ সচেতন মূলক কাজের মধ্য রয়েছে রানীর সাথে স্থানীয় নারীদের উঠান বৈঠকের সুযোগ প্রদান, শিক্ষায় অনুপ্রেরণা প্রদান প্রভৃতি। রানী ইন্দু প্রভার সাহিত্য চর্চা এবং সেগুলোর সাহিত্যগত মূল্য প্রমাণ করেযে এই রাজ পরিবার সাহিত্যানুরাগী ছিলেন। বরেন্দ্র তথা পুরাতন বাংলার ইতিহাস সংরক্ষণের জন্য দিঘাপতি রাজের লেগে থাকা ইচ্ছার জন্য ১৯১২ সালে পপ্রতিষ্ঠিত হয় বরেন্দ্র জাদুঘর।