
ডিসি পার্ক

জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর এর সম্মুখে ডিসি পার্কটি অবস্থিত। জেলা প্রশাসনের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত পার্কটিতে সারা বছরই বিভিন্ন প্রজাতির ফুলের সমারোহ থাকলেও মূলত শীতকালেই ফুলের আধিক্য দেখা যায়। শীতকালে ডিসি পার্কে প্রায় ৩০ প্রজাতির ফুলের দেখা মিলবে। পার্কের চারপাশে রয়েছে হাঁটার রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি ফুলের গাছে থরে থরে ফুল যে কোনও প্রকৃতি প্রেমিদের সহজেই আকৃষ্ট করে।
২০০৬ সালের ০১ জানুয়ারি ডিসি পার্ক, নাটোর এর উদ্বোধন করেন এই নান্দনিক ভাবনার স্থপতি নাটোরের তৎকালীন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন। পার্কের মাঝখানে রয়েছে একটি মনোরম পানির ফোয়ারা, যার উপরিভাগে একটি কৃত্রিম ভালুক স্থাপন করা হয়েছে। এই ভালুক ফোয়ারা পার্কের সৌন্দর্য্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। অতিসম্প্রতি পার্কের পশ্চিম পার্শ্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। ১৭ মার্চ, ২০১৭ তারিখে বঙ্গবন্ধুর জন্মদিনে এই স্থাপনার উদ্বোধন করেন এর নির্মাণের উদ্যোক্তা জনাব শাহিনা খাতুন, জেলা প্রশাসক, নাটোর।