uttaraganabhaban

জেলা পরিচিতি- নাটোর

Balihar-Rajbari

প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্তিক ঐশ্বর্য্যমন্ডিত বরেন্দ্রভূমি সংলগ্ন জেলা নাটোর ।এ রাজন্য ভূমিতে অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী সুদীর্ঘকাল রাজত্ব করে ইতিহাস ও ঐত্যিহের সাক্ষ্য রেখে গেছেন । ঐত্যিহাসিক কারণেই নাটোর তাই স্বমহিমায় ভাস্বর । ৭ টি উপজেলা নিয়ে গঠিত বর্তমান নাটোর জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে ১৯৮৪ সালে । নাটোর জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল । এই জেলার উত্তরে নওগাঁ জেলা ও বগুড়া জেলা, দক্ষিণে পাবনা জেলা ও কুষ্টিয়া জেলা, পূর্বে পাবনা জেলা ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলা অবস্হিত । নাটোরসহ এর পার্শ্ববতী বগুড়া ও সিরাজগঞ্জে অবস্হিত চলনবিল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল ।