uttaraganabhaban

চলনবিল

Chalanbil

বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম চলনবিল । নাটোর সিরজিগঞ্জ পাবনা জেলার বিস্তৃত অংশ জুড়ে যে জলাভুমি, বর্ষা পরবর্তী সময়ে দেখা যায় সেটাই বিখ্যাত চলনবিল । শুকনা মৌসুমে এসব বিলের জমিনে চাষাবাদ চলে । তবে বর্ষায় কানায় কানায় পানিতে পরিপূর্ণ হয়ে রুপের পসরা সাজিয়ে দুকূল ছাপানো আনিন্দ্য সৃন্দর রুপ ধারন করে চলন বিল ।