uttaraganabhaban

শহীদ সাগর

Shaid sagar

 গৌরবোজ্বল স্বাধীনদা যুদ্ধের বেদনাবিধুর ইতিহাসের সাক্ষী নাটোরের লালপুর উপজেলার শহীদ সাগর । ১৯৭১ সালের ৫ মে এই পুকুরের সিঁড়িতে অর্দশতাধিক মানুষকে এক সঙ্গে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয় । শহীদদের পবিত্র রক্তে রঞ্জিত পুকুরটি সেদিন যেন সাগরের রুপ নিয়েছিল । পুকুরপাড়ের স্মৃতিস্তম্ভ খোদাই করা শহীদদের নাম গুলো এখন ও বহন করে চলেছে ইতিহাসের সেই নির্মম অধ্য়ের ভয়াল স্মৃতি ।