uttaraganabhaban

রাণীমহল

Capture-copy-5-300x188

রানী মহলঃ

মূল প্রাসাদের পশ্চিম পার্শ্বে অবস্থিত এখানে রানীদের বসবাস করার জন্য ছিল সুদৃশ্য রানীমহল যা ১৯৬৭ সালে তদানীন্তন পাকিস্তান সরকার ভেঙ্গে ফেলে, বর্তমানে এখানে রয়েছে সুদৃশ্য গোলাপ বাগান, বঙ্গবন্ধু কর্তৃক রোপিত “হৈমন্তী” গাছ। বিভিন্ন জাতের ফুলের বাগান, সুদৃশ্য ওয়াকওয়ে ও কালের সাক্ষী হয়ে বেঁচে থাকা ফোঁয়ারা ও মার্বেল পাথরের রানী ঘাট।