uttaraganabhaban

মিনি-চিড়িয়াখানা

MIni-chiriakana

রানী মহলের অদূরে সিরিমনি প্রাঙ্গনের পাশেই ছিল একটি রাজকীয় মিনি চিড়িয়াখানা। বলা হয়ে থাকে আগে এখানে বাঘ, হরিণ, ময়ূর,খরগোস অনেক প্রজাতির প্রাণী ছিল, যা ১৯৪৭ সালে দেশ বিভাগের পর রাজবাড়ির সদস্যগণ চলে যাওয়ার সময় রাজশাহী চিড়িয়াখানায় দান করে যান। বর্তমানে জেলা প্রশাসনের উদ্যোগে এ চিড়িয়াখানাটি পূনরায় উন্মূক্ত করা হয়েছে। বর্তমানে এখানে কয়েক প্রজাতির পাখি, ময়ূর, বানর, হরিণ ও খরগোশ আছে, যা দেখে শিশুরা পাবে অনাবিল আনন্দ।

IMG_1011