
প্রধান ফটক
দিঘাপতিয়া রাজবাড়ি তথা উত্তরা গণভবনের প্রবেশ পথে রয়েছে তিন তলা উচ্চতার দৃষ্টিনন্দন ও বিশাল সিংহ দুয়ার বা মূল ফটক যার উপরে রয়েছে ইটালি থেকে আনা এক বিশাল ঘড়ি ঘড়ি টি বৈশিষ্ট্য হচ্ছে দুই দিক থেকেই এর সময় দেখা যায়। ঘড়িটি মেকানিক্যাল সিস্টেম।ঘড়ির দুই পাশে দুই টি ওয়েট আছে একপাশে ৮ মনের আর একপাশে ৭ মনের। এটি৭ দিনে একবার চাবি দিয়ে সচল রাখা হয়। ঘড়িটি আজও সঠিক সময় দিচ্ছে প্রায় এক কিলোমিটার দূর থেকেও প্রসাদের ঘড়ির ঘন্টা ধ্বনি সোনা যায় ।