uttaraganabhaban

পশু-পাখির অভয়াশ্রম

32186770_233426404095202_7577726055780188160_n

উত্তরা গণভবন কমপ্লেক্সের ৪৪ একর জমিতে রয়েছে শতবর্ষী শত শত প্রজাতির বৃক্ষরাজি, দীর্ঘদিন কোনরূপ বৃক্ষনিধন না হওয়ায় আজ এখানকার বৃক্ষরাজি রূপ নিয়েছে সংরক্ষিত বনাঞ্চলে। প্রাকৃতিক ও সরকারিভাবে সংরক্ষণের ফলে এখানে আশ্রয় নিয়েছে বিভিন্ন প্রজাতির পশু পাখি। ফলে দিনে দিনে এ এলাকা পরিনত হয়েছে পাখির অভয়াশ্রমে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এখানে পাখির বসবাসের জন্য কৃত্রিম বাসস্থান (যেমন ঃ মাটির কলসি) তৈরী করা হয়েছে এবং কয়েকস্থানে পাখিদের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কমপ্লেক্সের পশ্চিম পার্শ্বে রয়েছে ২০ বিঘা আয়তনের সাপের অভয়াশ্রম, সেখানে দেখা মিলতে পারে বিভিন্ন প্রজাতির সাপ, বুনোবেড়াল, শেয়াল, গুইসাপ, কাঠবিড়ালী, বাদুড় সহ অন্যান্য জন্তু।